Logo

‘জুলাই সনদ নিয়ে রাজনৈতিক বিরোধ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ’

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৫, ১৭:১২
12Shares
‘জুলাই সনদ নিয়ে রাজনৈতিক বিরোধ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ’
ড. আসিফ নজরুল | ফাইল ছবি

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ অন্তর্বর্তী সরকারের সামনে কঠিন এক চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল বলেন, ২৭০ দিন ধরে আলোচনা সত্ত্বেও প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মৌলিক বিষয়ে ঐকমত্য গড়ে ওঠেনি, এটা অত্যন্ত হতাশাজনক। এই অনৈক্যের মধ্যেই সমঝোতার দলিল পাস করা সরকারের জন্য এক দুরূহ কাজ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শুধু বিষয়বস্তু নিয়েই নয়, এখন পদ্ধতি নিয়েও বিরোধ তৈরি হয়েছে। একটি পক্ষ বলছে, গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে, অন্য পক্ষ চাইছে সংসদে আলোচনার মাধ্যমে। এই দুই অবস্থানের কারণে সরকারকে এখন জটিল এক বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে।

আসিফ নজরুল জানান, ঐকমত্য কমিশন দুটি বিকল্প প্রস্তাব করেছে। একটি হলো জুলাই সনদের বাস্তবায়ন আদেশ ও গণভোট আয়োজন, আর অন্যটি হলো বিষয়টি নির্বাচিত সংসদের ওপর ছেড়ে দেওয়া। এই দুই বিকল্পের মধ্যে কোনটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য, তা নিয়েই রাজনৈতিক দলগুলোর মধ্যে গভীর মতপার্থক্য রয়েছে।

আইন উপদেষ্টা আরও বলেন, কোনো রাজনৈতিক দল এককভাবে চাপ সৃষ্টি করলে সেটা তাদের অনৈক্যেরই প্রমাণ। আমরা চাই, জুলাইয়ের চেতনা সম্মিলিতভাবে বাস্তবায়ন হোক। সরকারের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। তিনি পরামর্শ চাইলে আমরা সহযোগিতা করবো, তবে সিদ্ধান্ত দ্রুত নেওয়া হবে।

বিজ্ঞাপন

জুলাই সনদ বাস্তবায়নের সময়সূচি, গণভোটের পদ্ধতি এবং সংবিধান সংশোধন ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে এখন উত্তেজনা বিরাজ করছে।

পর্যবেক্ষকরা বলছেন, এই সংকট মোকাবিলায় সরকারের কৌশলই নির্ধারণ করবে দেশের রাজনীতির পরবর্তী দিকনির্দেশনা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD