Logo

‘শাপলা কলি’ কারোর চাহিদা বিবেচনায় যুক্ত করা হয়নি: ইসি সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৫, ১৮:৪৪
16Shares
‘শাপলা কলি’ কারোর চাহিদা বিবেচনায় যুক্ত করা হয়নি: ইসি সচিব
ছবি: সংগৃহীত

নির্বাচনের প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা নিয়ে চলমান বিতর্কের জবাবে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এটি কারোর চাহিদা বিবেচনায় যুক্ত করা হয়নি। প্রতীক নিয়ে জনমতের ভিন্নতা ও বিরূপ প্রতিক্রিয়ার প্রেক্ষিতেই কমিশন নিজস্ব সিদ্ধান্তে নতুন প্রতীক সংযোজন করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, শাপলা ও শাপলা কলির মধ্যে পার্থক্য রয়েছে। কোনো দলের চাহিদা নয়, কমিশনের স্বাধীন বিবেচনায় শাপলা কলি প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিছু প্রতীক নিয়ে নেতিবাচক মন্তব্য পাওয়া যাওয়ায় পুরো তালিকাটি পর্যালোচনা করে সংশোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আগের ১১৫টি প্রতীকের তালিকা থেকে ১৬টি বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে কয়েকটি প্রতীক যোগ করা হয়েছে। সংশোধনের পর মোট ১১৯টি প্রতীক এখন শিডিউলে অন্তর্ভুক্ত হয়েছে।

এর আগে বৃহস্পতিবারই নির্বাচন কমিশন সংশোধিত প্রতীক তালিকা প্রকাশ করে গেজেট জারি করে। এতে ‘শাপলা কলি’সহ বেশ কিছু নতুন প্রতীক যুক্ত হয়। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এ প্রজ্ঞাপনে ১৯৭২ সালের আর্টিকেল ৯৪ অনুসারে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধনের বিষয়টি উল্লেখ করা হয়।

নতুন তালিকায় শাপলা কলির পাশাপাশি সোনালি আঁশ, সূর্যমুখী, মোমবাতি, ফলের ঝুড়ি, মোটরসাইকেল, হেলিকপ্টার, ট্রাক্টরসহ আরও কয়েকটি প্রতীক যুক্ত হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, শাপলা প্রতীক নিয়ে দীর্ঘদিন ধরেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও নির্বাচন কমিশনের মধ্যে টানাপোড়েন চলছিল। নিবন্ধনের সময় দলটি শাপলা, কলম ও মোবাইল ফোন প্রতীক চাইলেও পরবর্তীতে শুধু শাপলায় অনড় অবস্থান নেয়। তবে বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় কমিশন তাদের আবেদন বারবারই নাকচ করে দেয়।

গত ৭ অক্টোবর এনসিপি আবারও শাপলা প্রতীক চেয়ে সাতটি নকশাসহ আবেদন করেছিল, কিন্তু কমিশন তা গ্রহণ করেনি। ইসির পক্ষ থেকে জানানো হয়, নিবন্ধিত তালিকা থেকে যে কোনো একটি প্রতীকই কেবল বেছে নেওয়া সম্ভব।

বিজ্ঞাপন

প্রতীক নির্ধারণের শেষ তারিখ ছিল ১৯ অক্টোবর। তবুও এনসিপি শাপলা প্রতীকেই অনড় থাকে। অবশেষে নির্বাচন কমিশন নতুন তালিকা প্রকাশ করে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করে এবং এটি কোনো দলের দাবি নয় বলে স্পষ্ট জানায়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD