Logo

হাসিনার বাসভবন রূপ নিচ্ছে ‘জুলাই জাদুঘরে’, চূড়ান্ত অনুমোদন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৫, ১৯:২২
17Shares
হাসিনার বাসভবন রূপ নিচ্ছে ‘জুলাই জাদুঘরে’, চূড়ান্ত অনুমোদন
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

এই উদ্দেশ্যে প্রণীত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, যে বাসভবনে সাবেক প্রধানমন্ত্রী বসবাস করতেন, যিনি বর্তমানে গণহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি, সেই গণভবনকেই এখন জুলাই জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, এই জাদুঘরটি সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে, এটি জাতীয় জাদুঘরের কোনো শাখা নয়। জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এটি আলাদা প্রশাসনিক কাঠামো ও তত্ত্বাবধানে পরিচালিত হবে।

অধ্যাপক নজরুল বলেন, জুলাই জাদুঘরের অধীনে দেশের বিভিন্ন স্থানে থাকা ‘আয়না ঘর’গুলোও শাখা জাদুঘর হিসেবে সম্প্রসারণের সুযোগ থাকবে। এতে আন্দোলনের ইতিহাস, নিপীড়নের দলিল এবং গণঅভ্যুত্থানের চেতনাকে সংরক্ষণ করা হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে এক অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর থেকে গণভবন খালি থাকলেও সেটি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণের দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। এবার সেই দাবিরই বাস্তবায়ন ঘটল সরকারের চূড়ান্ত সিদ্ধান্তে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD