Logo

ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট, প্রস্তুত নির্বাচন কমিশন: আনোয়ারুল ইসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৫, ১৪:১৫
13Shares
ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট, প্রস্তুত নির্বাচন কমিশন: আনোয়ারুল ইসলাম
ইসি আনোয়ারুল ইসলাম সরকার | ফাইল ছবি

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, নির্বাচনের জন্য কমিশনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে মাঠপর্যায়ের প্রশাসন সবখানেই রয়েছে সমন্বিত প্রস্তুতি।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) সকালে পটুয়াখালীর কুয়াকাটায় আয়োজিত ‘ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ ও উত্তরণ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তবে এসব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সরকার ও নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশটা আমাদের সবার, তাই এই দেশের সুষ্ঠু নির্বাচনের দায়িত্বও আমাদেরই। প্রতিটি ভোটকেন্দ্রে যদি প্রিজাইডিং অফিসাররা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, তাহলে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব।

আনোয়ারুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড সব বাহিনীর সঙ্গেই কমিশনের সমন্বয় সম্পন্ন হয়েছে। কোনো ধরনের জটিলতা বা বাধা নেই বলে তিনি আশ্বস্ত করেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের এই কর্মকর্তা আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে মাঠপর্যায়ে প্রশিক্ষণ ও মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। ভোটগ্রহণ প্রক্রিয়া যেন স্বচ্ছ ও নির্ভরযোগ্য হয়, সেটিই এখন আমাদের মূল অগ্রাধিকার।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD