Logo

নন-ক্যাডার বিক্ষোভে জুলাইযোদ্ধা’কে পিটিয়েছে পুলিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৫, ২০:০৬
16Shares
নন-ক্যাডার বিক্ষোভে জুলাইযোদ্ধা’কে পিটিয়েছে পুলিশ
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে নন-ক্যাডার প্রার্থীদের উপর বৈষম্যের অভিযোগ তুলে রাজধানীর শাহবাগে বিক্ষোভে নামেন চাকরিপ্রত্যাশীরা।

বিজ্ঞাপন

শনিবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিক্ষোভকারীরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিচার্জে এক যুবককে মারধরের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, পুলিশের এক সদস্য ওই যুবকের টি-শার্টের কলার ধরে লাঠি দিয়ে পেটাচ্ছেন। যুবকটি নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়ে বলেন, “আমি জুলাইযোদ্ধা, আমার কার্ড আছে।” এরপর তিনি সাংবাদিকদের সেই কার্ড দেখান।

বিজ্ঞাপন

বিক্ষোভে অংশ নেওয়া অন্য এক ব্যক্তি ভিডিওতে অভিযোগ করেন, “আমরা ন্যায্য দাবির জন্য এসেছি, কিন্তু পুলিশ নির্মমভাবে পিটিয়েছে।”

ভিডিওতে দেখা যুবকটি আরও বলেন, “আমার শরীরে এখনো ৭০টা বুলেট আছে।”

বিজ্ঞাপন

এর আগে সকালে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা। তারা ৪৩তম ও ৪৪তম বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বৈষম্যের অভিযোগ এনে ন্যায্য নিয়োগ দাবি করেন।

ঘটনার পর এখনো পিটুনির শিকার ওই জুলাইযোদ্ধার পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD