Logo

হাসিনা ও আ.লীগ নিয়ে সব দলকে সিদ্ধান্ত নিতে হবে: শফিকুল আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৫, ১৫:৫৫
101Shares
হাসিনা ও আ.লীগ নিয়ে সব দলকে সিদ্ধান্ত নিতে হবে: শফিকুল আলম
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিয়ে দেশের সব রাজনৈতিক দলকে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দলের অচলাবস্থা থাকলে অন্তর্বর্তীকালীন সরকারকে সেই সিদ্ধান্ত নিতে হতে পারে।

বিজ্ঞাপন

শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব আরও বলেন, শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে টেররিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন। এর মানে দেশের সবাইই টেররিস্ট। ক্ষমতায় থাকার জন্য উনি এই অবস্থান নিয়েছেন। তাই সব রাজনৈতিক দলকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

বিজ্ঞাপন

গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর দ্বিধাবোধের কথাও উল্লেখ করে শফিকুল আলম বলেন, যদি রাজনৈতিক দলগুলো স্পষ্ট সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই সেই দায়িত্ব নেবে।

জুলাই চার্টার নিয়ে সমালোচনার প্রেক্ষিতে তিনি প্রশ্ন তোলেন, অনেকেই বলছেন, কৃষক, নারী ও শ্রমিকদের সঙ্গে কথা হয়নি। তাহলে রাজনৈতিক দলগুলো কি এই মানুষদের প্রতিনিধিত্ব করে না?

শফিকুল আলম জানান, জুলাই চার্টারে সব বিষয়ই অন্তর্ভুক্ত আছে এবং নির্বাচনের পর নতুন আলোচনা ও ডায়ালগের মাধ্যমে প্রয়োজনমতো বিষয়গুলো নিয়ে কাজ করা যেতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলী নির্বাচনের প্রস্তুতি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। প্রেস সচিব নিশ্চিত করেন, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD