Logo

চাকরিজীবীদের জন্য আসছে টানা ৩ দিনের ছুটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৫, ১৬:১৫
174Shares
চাকরিজীবীদের জন্য আসছে টানা ৩ দিনের ছুটি
ছবি: সংগৃহীত

বছরের শেষ প্রান্তে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে আনন্দের খবর, টানা তিন দিনের বিশ্রাম। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ডিসেম্বরের শেষ সপ্তাহে মিলছে একটানা তিন দিনের ছুটি, যা বছরের শেষ দীর্ঘ বিরতি হিসেবে ধরা হচ্ছে।

বিজ্ঞাপন

আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দিন শুক্রবার ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন বন্ধ থাকবে সব সরকারি অফিস-আদালত।

চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এখনো দুটি সাধারণ ছুটি বাকি আছে। এর মধ্যে নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি নেই। তবে ডিসেম্বরের বড়দিনের ছুটিই চাকরিজীবীদের জন্য বছরের শেষ বড় বিশ্রামের সুযোগ এনে দিয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে একদিনের সাধারণ ছুটি ছিল, যা পড়েছিল মঙ্গলবারে।

অন্যদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাও সম্প্রতি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। নতুন তালিকা অনুযায়ী, আসছে বছরে মোট সরকারি ছুটি থাকবে ২৮ দিন, তবে সাপ্তাহিক ছুটি বাদ দিলে কার্যকর সরকারি ছুটি থাকবে ১৯ দিন।

বিজ্ঞাপন

চাকরিজীবীদের অনেকেই বলছেন, বছরের শেষ দিকের এই তিন দিনের বিরতি তাদের পরিবারের সঙ্গে সময় কাটানো ও ভ্রমণ পরিকল্পনার জন্য এক দারুণ সুযোগ তৈরি করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD