এবার দুই উপদেষ্টার পদত্যাগ দাবি প্রাথমিক শিক্ষকদের

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে একদিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন। তারা দাবি করেছেন, বর্তমান স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে এবং তাদের অন্যান্য দীর্ঘদিনের দাবি পূরণ করতে হবে।
বিজ্ঞাপন
শিক্ষকরা জানিয়েছেন, বর্তমান ১৩তম গ্রেড থেকে বেতন স্কেল উন্নীত করে ১০ম গ্রেডে উন্নয়ন করা হোক, এটাই তাদের মূল দাবি। তাদের দাবি না মেনে চলা পর্যন্ত রাজপথে অবস্থান ও কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি তারা রাখছেন।
এর আগে শনিবার (৮ নভেম্বর) শাহবাগে ‘কলম সমর্পণ’ কর্মসূচির সময় পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপে শতাধিক শিক্ষক আহত হন।
বিজ্ঞাপন
শিক্ষকরা অভিযোগ করেছেন, পুলিশী পদক্ষেপের মাধ্যমে শান্তিপূর্ণ কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল।
শনিবার সকালে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন। বিকেলে পদযাত্রার সময় শাহবাগ থানার সামনে পুলিশি বাধার মুখে সংঘর্ষ হয়। পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং জলকামান, সাউন্ড গ্রেনেড ব্যবহারের কারণে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত চলে যান। এতে কয়েকজন শিক্ষক নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
শিক্ষকরা চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এর ব্যানারে আন্দোলন চালাচ্ছেন। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিনের বঞ্চনা সমাধান না হলে কর্মসূচি আরও বড় আকারে চলবে।








