Logo

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সচিবালয় অভিমুখী পদযাত্রায় পুলিশের বাধা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৫, ১৪:০৮
34Shares
প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সচিবালয় অভিমুখী পদযাত্রায় পুলিশের বাধা
ছবি: সংগৃহীত

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের পাঁচ দফা দাবি আদায়ে সচিবালয় অভিমুখে মিছিলে নিয়ে যাওয়ার সময় বাধা দিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শিক্ষকেরা প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরু করে পল্টন মোড় ঘুরে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশ সচিবালয়ের ৫ নং গেটের সামনে ব্যারিকেড দিয়ে তাদের প্রবেশে বাধা দেয়।

বাধা সত্ত্বেও শিক্ষকদের ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সচিবালয়ে পৌঁছায়।

বিজ্ঞাপন

প্রতিনিধিদলে ছিলেন— বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি মো. ইলিয়াস রাজ, মুখ্য সমন্বয়ক গাউসুল আজম শীমু, সাধারণ সম্পাদক মোছা. রিমা খাতুন, সমন্বয়ক এম এ সালাম, মো. আসাদুজ্জামান, ও অ্যাড. আনোয়ার হোসাইন।

শিক্ষকদের দাবিগুলো হলো:

১. অনতিবিলম্বে সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি সুনিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

২. সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো সুনিশ্চিত করতে হবে।

৩. বিশেষ শিক্ষার্থীদের শিক্ষা উপবৃদ্ধি ৩ হাজার টাকা নিশ্চিত করতে হবে।

৪. শিক্ষার্থীদের মিডডে মিলসহ উচ্চ উপকরণ, খেলাধুলা সরঞ্জাম প্রদান ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে।

বিজ্ঞাপন

৫. ছাত্র-ছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে এবং সব চাকরি ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের নির্ধারিত কোটা সুনিশ্চিত করতে হবে।

প্রতিবন্ধী শিক্ষকরা জানিয়েছেন, সরকারের তৎপরতা ছাড়া শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD