Logo

ছুটি প্রেমীদের জন্য সুখবর, আগামী বছর ঈদুল ফিতরের ছুটি যতদিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৫, ১২:৫৬
142Shares
ছুটি প্রেমীদের জন্য সুখবর, আগামী বছর ঈদুল ফিতরের ছুটি যতদিন
ফাইল ছবি।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সব মিলিয়ে আগামী বছর মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।

বিজ্ঞাপন

গত ৬ নভেম্বর (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করা হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তবে ছুটির তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি বছরের মতো আগামী বছরও (২০২৬) পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা ও দুর্গাপূজার ছুটি একই থাকবে।

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, আগামী বছরও ঈদুল ফিতরে পাঁচদিন ছুটি থাকবে। এছাড়া ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। 

দু-একদিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২৬ সালের ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি করবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, ঈদুল ফিতরের দিন ও তার আগে-পরে দুই দিন করে মোট পাঁচ দিন ছুটি, আর ঈদুল আজহার দিন, আগে দুদিন ও পরে তিন দিনসহ মোট ছয় দিন ছুটি থাকবে।

বিজ্ঞাপন

অন্যদিকে দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন এবং একদিন আগে মহানবমীর দিন ছুটি থাকবে।

উল্লেখ্য, চলতি বছর (২০২৫) দুই ঈদ ও দুর্গাপূজার ছুটি একই রকম ছিল। ছুটি বেশি থাকায় ঈদযাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন এবং দুর্ঘটনাও তুলনামূলক কম হয়েছিল।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD