Logo

মধ্যরাতে বড় রদবদল, ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৫, ১২:০২
60Shares
মধ্যরাতে বড় রদবদল, ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক
প্রতীকী ছবি

অন্তর্বর্তীকালীন সরকার দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

নতুন নিয়োগ ও বদলির মাধ্যমে কয়েকজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব পেয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী- বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে বদলি করে পাঠানো হয়েছে নোয়াখালীতে, কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জে, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুরে, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকায়, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধায় এবং খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া নতুনভাবে ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন আরও নয়জন কর্মকর্তা।

তারা হলেন- সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনা, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলামকে সিরাজগঞ্জ, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদকে মাগুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে পিরোজপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পাবনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আখতারকে সাতক্ষীরা, স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে বাগেরহাট, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকারকে খুলনা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মো. ইকবাল হোসেনকে কুষ্টিয়া এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমানকে ভোলার ডিসি পদে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

সরকারি সূত্র জানায়, এসব কর্মকর্তা অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন। নির্বাচনের আগে প্রশাসনিক কাঠামোতে এ ধরনের রদবদলকে অনেকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। মাঠ প্রশাসনে গতি বাড়ানো এবং প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা নিশ্চিত করতেই এই পুনর্বিন্যাস করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD