Logo

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে ইসি, ডাক পাচ্ছে না ১৪ দলীয় জোট

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর, ২০২৫, ১৫:৫২
64Shares
রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে ইসি, ডাক পাচ্ছে না ১৪ দলীয় জোট
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার)। সংলাপের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু ও অবাধভাবে আয়োজনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে।

বিজ্ঞাপন

রবিবার (৯ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এই তথ্য জানায়।

কমিশন সূত্রে বলা হয়েছে, সংলাপে প্রতি সেশনে সর্বোচ্চ ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত থাকবেন। একদিনে দুইটি সেশনের আয়োজন হবে, যাতে মোট ১২টি দলের প্রতিনিধিকে ডাকা সম্ভব হবে। ১৩ নভেম্বর সংলাপের শেষ পর্যায়ে বিএনপি ও জামায়াত ইসলামীর সঙ্গে আলোচনা হবে।

বিজ্ঞাপন

এ সংক্রান্ত প্রাথমিক পরিকল্পনায় ইসি ইতিমধ্যেই শিক্ষাবিদ, নির্বাচন বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের আয়োজন করেছে। এবার সংলাপের মূল বিষয় হবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভোট ব্যবস্থাপনা, ভোটার তালিকা, নিরাপত্তা ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ।

এছাড়াও, নির্বাচন কমিশন প্রাথমিকভাবে জাতীয় পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি, জাকের পার্টি, তরিকত ফেডারেশন, সাম্যবাদী দল, ন্যাশনাল আওয়ামী পার্টিসহ ১৪ দলীয় জোটের কাউকে সংলাপে না ডাকার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কমিশন এই সংক্রান্ত সিদ্ধান্ত নেবার আগে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম ও নির্বাচনী প্রক্রিয়ার প্রভাব বিবেচনা করবে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের এই সংলাপকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও পর্যবেক্ষকরা বিশেষ নজর রাখছেন, কারণ এটি আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও ইসি’র সিদ্ধান্ত প্রভাবিত করতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD