Logo

৬৬ হাজার এসএসসি-এইচএসসি পাস শিক্ষক এখনো কর্মরত প্রাথমিকে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৫, ১৯:০৬
57Shares
৬৬ হাজার এসএসসি-এইচএসসি পাস শিক্ষক এখনো কর্মরত প্রাথমিকে
ছবি: সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখনও প্রায় ৬৬ হাজার শিক্ষক রয়েছেন, যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি পাস। আধুনিক পাঠদান ও যুগোপযোগী সিলেবাসে শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিতে গিয়ে তারা চরম বিড়ম্বনার মুখে পড়ছেন।

বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী, ১৯৯১ সালের বিধিমালার নিয়মে নারী প্রার্থীরা এসএসসি পাস এবং পুরুষরা এইচএসসি পাস হলেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে পারতেন। এই নিয়মে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আজও কর্মরত এবং তাদের স্বাভাবিকভাবে অবসর নিতে এখনও প্রায় ১০ বছর সময় লাগবে। ফলে, শিক্ষার্থীদের শতভাগ স্নাতক ডিগ্রিধারী শিক্ষক পাওয়া এখনও দীর্ঘসময় অপেক্ষার বিষয়।

দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। সেখানে শিক্ষক হিসেবে কর্মরত মোট ৩ লাখ ৮৪ হাজার ৯৮১ জনের মধ্যে নারী এসএসসি পাস ১১ হাজার ৭৩৬ জন, আর পুরুষ এইচএসসি পাস ৫৩ হাজার ১৪৪ জন। এছাড়া দাখিল ও আলিম পাস করা শিক্ষক রয়েছেন ১ হাজার ৪১৭ জন। ম্যাটস ডিগ্রি, নার্স কোর্সসহ সমমান ডিগ্রিধারী শিক্ষক সংখ্যা আরও ১৪৯ জন। সব মিলিয়ে এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিমসহ সমমান ডিগ্রিধারী শিক্ষকের সংখ্যা দাঁড়াচ্ছে ৬৬ হাজার ২৯৭।

বিজ্ঞাপন

বাকি তিন লাখ ১৮ হাজার ৬৮৪ জন শিক্ষক কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী। তাদের মধ্যে এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী ৩৬ জন, শুধুমাত্র স্নাতক ডিগ্রিধারী ২১ হাজার ৪৩৫ জন, এবং স্নাতক ও স্নাতকোত্তর উভয় ডিগ্রিধারী শিক্ষক ১ লাখ ৫৬ হাজার ৫৭৯ জন। এমবিএ ডিগ্রিধারী ৫ হাজার ৯২৪ জন, বিএসসি ইঞ্জিনিয়ারিং ১ হাজার ৪৫৮ জন, বিএসসি কৃষি ৩০৯ জন। এছাড়া বিএসএস, কামিল, ফাজিল, এলএলএম, এলএলবি, বিএড (অনার্স) ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী শিক্ষকেরাও আছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, এসএসসি ও এইচএসসি পাস শিক্ষকদের চাকরিতে নিয়োগ সেই সময়ে বিধিমালা মেনে দেওয়া হয়েছিল। তাদের অযোগ্যতা নিয়ে এখন আলোচনা করা যৌক্তিক নয়। স্বাভাবিকভাবে তাদের অবসর নেওয়ার অপেক্ষা ছাড়া কোনো বিকল্প নেই।

বিজ্ঞাপন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা বলেন, প্রাথমিক বিদ্যালয় আধুনিক ও বিজ্ঞানমনস্ক জাতি গড়ার ভিত্তি। শিক্ষার মান উন্নত করতে ও শক্ত ভিত গড়ে দিতে উচ্চশিক্ষিত ও যোগ্য শিক্ষকের প্রয়োজন। আমরা এখন শতভাগ মেধার ভিত্তিতে নতুন শিক্ষক নিয়োগ দিচ্ছি। আগের নিয়োগ নিয়ে আলোচনা এখন প্রাসঙ্গিক নয়।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সাম্প্রতিক তিন ধাপে প্রায় ২০ হাজার নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। চলতি নভেম্বর মাসে আরও ১০ হাজার ২১৯টি পদে স্নাতক পাস প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

কিন্তু প্রাথমিক শিক্ষকরা মনে করছেন, দশম গ্রেডে সহকারী শিক্ষকদের উন্নীত করার দাবির বাস্তবায়ন এখন প্রায় অসম্ভব, কারণ এসএসসি ও এইচএসসি পাস শিক্ষকরা অবসর না নেওয়া পর্যন্ত পদোন্নতি সম্ভব নয়। এই বাস্তবতা শিক্ষকদের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD