Logo

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৫, ২০:০১
এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যকর করা হবে বলে আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) শিক্ষক নেতারা এ তথ্য জানিয়েছেন।

দুপুর ১টা থেকে টানা দেড় ঘণ্টা চলা বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দ্রুত বদলি কার্যক্রম চালুর বিষয়ে উপস্থিত শিক্ষকদের আশ্বাস দেন। বৈঠকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এবং মন্ত্রণালয়ের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ বদলিপ্রত্যাশী শিক্ষক ঐক্য জোটের আহ্বায়ক প্রভাষক মো. সরোয়ার বলেন, বৈঠকে আমাদের জানানো হয়েছে, ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে বদলি প্রক্রিয়া শুরু করা হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে আমাদের সঙ্গে বসেছেন, তাই আমরা তাদের কথায় বিশ্বাস রাখতে চাই। তবে যদি নির্ধারিত সময়ে বদলি কার্যকর না হয়, আমরা কঠোর আন্দোলনে নামব।

এর আগে আন্দোলনরত শিক্ষকদের সাত সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। সচিবালয়ে প্রবেশের অনুমতি দেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন প্রভাষক মো. সরোয়ার, মো. বাবলু, মোছা. সামিয়া, সোহাগী, মো. শরিফুল, মো. শান্ত আলী, উম্মে হাবিবা এবং মো. রাশেদ মোশাররফ।

বিজ্ঞাপন

শিক্ষক নেতারা জানান, বৈঠকে বদলির পাশাপাশি অন্যান্য তিন দফা দাবির বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে দ্রুত বদলি কার্যকর করার মাধ্যমে শিক্ষকদের শিক্ষাব্যবস্থায় স্থিতিশীলতা আনা এবং কর্মক্ষেত্রে সমস্যা দূর করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD