Logo

প্রাথমিক সহকারী শিক্ষকদের সব আন্দোলন-কর্মসূচি প্রত্যাহার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৫, ২০:১৭
45Shares
প্রাথমিক সহকারী শিক্ষকদের সব আন্দোলন-কর্মসূচি প্রত্যাহার
ছবি: সংগৃহীত

বেতন কাঠামোর ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসের পর সব ধরনের আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

বিজ্ঞাপন

দীর্ঘ আন্দোলনের পর অবশেষে সোমবার (১০ নভেম্বর) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত আসে।

বৈঠকে অংশ নেন অর্থ মন্ত্রণালয়ের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। আলোচনায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি সাংবাদিকদের বলেন, আমাদের মূল দাবি ছিল দশম গ্রেডে উন্নীতকরণ। তবে অর্থ মন্ত্রণালয় আমাদের ১১তম গ্রেড বাস্তবায়নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চয়তা দিয়েছে এবং এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। তাদের প্রতি আস্থা রেখে আমরা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, আমরা আশা করি, সরকারের দেওয়া আশ্বাস দ্রুত বাস্তবায়িত হবে। আগামীকাল (মঙ্গলবার) থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

এর আগে, বেতন কাঠামো ও পদোন্নতি সংক্রান্ত দাবিতে টানা কয়েকদিন কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভও করেন তারা।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিক শিক্ষকদের দাবিগুলো পর্যালোচনার জন্য অর্থ বিভাগ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ কমিটি কাজ শুরু করেছে। শিগগিরই গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন স্থগিতের মধ্য দিয়ে দেশের ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রমে স্বস্তি ফিরতে যাচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD