Logo

শুল্কমুক্ত ৩১ বিলাসবহুল গাড়ি যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৫, ১৩:৪৫
25Shares
শুল্কমুক্ত ৩১ বিলাসবহুল গাড়ি যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে
ফাইল ছবি

বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের জন্য আমদানি করা ৩১টি বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি যানবাহন অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞাপন

বুধবার (১২ নভেম্বর) এই সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়েছে।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্যদের জন্য বিশেষ শুল্কমুক্ত সুবিধায় উচ্চমূল্যের গাড়ি আমদানি করা হয়েছিল। তবে সংসদ ভেঙে যাওয়ার পর এই সুবিধা কার্যকর ছিল না। শুল্ক-কর পরিশোধ না করার কারণে এসব গাড়ি বন্দর এলাকায় দীর্ঘদিন ধরে খালাসহীন অবস্থায় পড়ে ছিল।

বিজ্ঞাপন

চট্টগ্রাম কাস্টমস হাউস এনবিআরের কাছে জানতে চায়, এসব গাড়িতে শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য হবে কিনা। ২০২৪ সালের ৮ ডিসেম্বর এনবিআর জানায়, এই গাড়িগুলোর ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য নয় এবং স্বাভাবিক হারে শুল্ক-কর পরিশোধের পরই গাড়িগুলো খালাস করা যাবে। কিন্তু কোনো আমদানিকারক শুল্ক-কর পরিশোধ না করায় গাড়িগুলো নিলামে তোলা হয়। নিলামেও যৌক্তিক দর না পাওয়ায় বিক্রি সম্ভব হয়নি।

পরবর্তীতে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, জনস্বার্থে এই গাড়িগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

এনবিআরের তথ্যানুযায়ী, শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৩১টি গাড়ির মোট প্রদেয় শুল্ক ও করের পরিমাণ ২৬৯ কোটি ৬১ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা। একক গাড়ির সর্বোচ্চ শুল্ক-কর ৯ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার ৩০০ টাকা এবং সর্বনিম্ন ৮ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৪০০ টাকা।

বিজ্ঞাপন

এনবিআর জানায়, ভবিষ্যতে যদি সংশ্লিষ্ট আমদানিকারক আইন অনুযায়ী শুল্ক-কর পরিশোধ করেন, তাহলে চট্টগ্রাম কাস্টমস হাউস শুল্কায়ন সম্পন্ন করে গাড়িগুলো তাদের অনুকূলে খালাস দিতে পারবে। সেই ক্ষেত্রে সরকারি যানবাহন অধিদপ্তর সংশ্লিষ্ট গাড়িগুলো ফেরত দেবে।

চট্টগ্রাম কাস্টমস হাউস সূত্র জানায়, দ্বাদশ সংসদ নির্বাচনের পর সাবেক সদস্যরা শুল্কমুক্ত কোটা ব্যবহার করে এসব গাড়ি আমদানি করেছিলেন। তবে সংসদ ভেঙে যাওয়ায় সুবিধা বাতিল হওয়ায় গাড়িগুলো দীর্ঘদিন বন্দরে আটকে ছিল।

বিজ্ঞাপন

আগেই সেপ্টেম্বর মাসে এক অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, দ্বাদশ সংসদ সদস্যদের জন্য আমদানি করা ৩০টি গাড়ি সরকারকে হস্তান্তর করা হচ্ছে। নিলামে ভালো দর না পাওয়ায় এসব গাড়ি এখন সরকারকে দেওয়া হচ্ছে।

সরকারিভাবে হস্তান্তরের পর এসব বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যবহারে আসবে এবং সরকারি প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD