Logo

নতুন পোশাকে নামছে বাংলাদেশ পুলিশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৫, ১৫:০৭
18Shares
নতুন পোশাকে নামছে বাংলাদেশ পুলিশ
ছবি: সংগৃহীত

জুলাই মাসের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দমন-পীড়নের অভিযোগ ও তীব্র সমালোচনার পর পুলিশের ব্যাপক সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি উঠেছিল। সেই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ পুলিশের নতুন পোশাক শনিবার (১৫ নভেম্বর) থেকে সীমিত পরিসরে চালু হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান জানান, নতুন পোশাক ধাপে ধাপে সব সদস্যকে প্রদান করা হবে। তবে এখনও এটি সকল সদস্যের হাতে পৌঁছায়নি।

বিজ্ঞাপন

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ জানান, কিছুদিনের মধ্যেই সদস্যরা নতুন পোশাক পাবেন।

নতুন পোশাকে নীল ও সবুজ রঙের পরিবর্তে নতুন রঙের ইউনিফর্ম পরবেন রেঞ্জ ও মহানগর পুলিশ সদস্যরা।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানিয়েছেন, পুলিশের পাশাপাশি র‌্যাব এবং আনসার বাহিনীর জন্যও নতুন পোশাক নির্বাচন করা হয়েছে। তবে এই পরিবর্তন আস্তে আস্তে বাস্তবায়িত হবে।

বিজ্ঞাপন

তিন বাহিনীর নতুন পোশাকের জন্য আনুমানিক ৬–৭ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, শুধুমাত্র পোশাক পরিবর্তন করলেই পুলিশি আচরণে পরিবর্তন আসবে না। পুলিশ সদস্যদের মনোভাব ও আচরণেও পরিবর্তন আনতে হবে, তা ছাড়া নতুন ইউনিফর্ম কার্যকর হবে না।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD