নির্বাচনে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ভোটের পাঁচ দিন আগে থেকেই দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিস্তৃত তৎপরতা শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিজ্ঞাপন
শনিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটায় পটুয়াখালী সার্কিট হাউজের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মোট ৯ দিন মাঠে থাকবে সব বাহিনী—ভোটের আগে পাঁচ দিন, ভোটের দিন এবং পরে আরও তিন দিন।
তিনি জানান, নির্বাচনের আগের পাঁচ দিন বড় পরিসরের নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। বর্তমানে মাঠে থাকা ৩০ হাজার সেনা সদস্যের পাশাপাশি নির্বাচনকালে নিরাপত্তায় যুক্ত হবে প্রায় ১ লাখ সেনা সদস্য, ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্য, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র্যাব সদস্য এবং আনুমানিক সাড়ে ৫ লাখ আনসার সদস্য।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন নেই। ভোট শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: নতুন পোশাকে নামছে বাংলাদেশ পুলিশ
এদিন তিনি পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শনে যান। পরে তিনি কুয়াকাটা নৌপুলিশ ও ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প পর্যবেক্ষণ করবেন। সেখানে রাত যাপন শেষে রবিবার সকালে বরিশাল হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।








