Logo

বিশ্বে বায়ুদূষণে আবারও শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান ‘অস্বাস্থ্যকর’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৫, ১১:০২
26Shares
বিশ্বে বায়ুদূষণে আবারও শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান ‘অস্বাস্থ্যকর’
ছবি: সংগৃহীত

সারা বিশ্বের শহরগুলোর দূষণের মাত্রা পরিমাপ করে তৈরি তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছে ভারতের রাজধানী দিল্লি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৮টার তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম আইকিউএয়ার দিল্লির দূষণ সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স) দেখিয়েছে ৩৭৬, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত।

অন্যদিকে, প্রতিবেশী দেশ বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তালিকার পঞ্চম স্থানে। শহরটির স্কোর ১০১, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত এবং মূলত সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ।

বিজ্ঞাপন

আইকিউএয়ারের প্রকাশিত সর্বশেষ সূচকে দিল্লির পর দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৮২। তৃতীয় স্থানে ভারতের কলকাতা (স্কোর ১৯৯) এবং চতুর্থ স্থানে পাকিস্তানের করাচি (স্কোর ১৩৭) অবস্থান করছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী- ০–৫০: বায়ুর মান ভালো, ৫১–১০০: সহনীয় বা মাঝারি, ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ, ১৫১–২০০: অস্বাস্থ্যকর, ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর ওপরে: দুর্যোগপূর্ণ।

এ সূচক অনুযায়ী দিল্লির বর্তমান অবস্থান সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উচ্চঝুঁকিপূর্ণ, আর ঢাকার পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছালেও তুলনামূলকভাবে কম মাত্রার।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, শীতের শুরুতে বাতাসের স্বল্পগতি, ধুলাবালু এবং শিল্পঘন এলাকাগুলোর নিঃসরণ বৃদ্ধি—সব মিলিয়ে এই সময়ে দক্ষিণ এশিয়ার বড় শহরগুলোতে দূষণমাত্রা হঠাৎ বেড়ে যায়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD