আ.লীগের শাটডাউন ডাক কার্যহীন, স্বাভাবিকভাবেই চলছে যান চলাচল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর মঙ্গলবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা আওয়ামী লীগের দেশব্যাপী শাটডাউন কর্মসূচি কোনো প্রভাব ফেলেনি। সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিকভাবে চলছে।
বিজ্ঞাপন
সরেজমিনে সাধারণ মানুষের সঙ্গে কথা হলে বেশিরভাগই জানিয়েছেন, তারা কর্মসূচি সম্পর্কে অবগত নন এবং স্বাভাবিক যাতায়াত করছেন। দূরপাল্লার ও আঞ্চলিক বাসও নির্বিঘ্নে চলাচল করছে, ফলে যাত্রীরা স্বাভাবিকভাবে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন।
গত দুদিন যেকোনো অরাজকতা ও নাশকতা এড়াতে পুলিশ মোতায়েন ছিল। তবে মঙ্গলবার পুলিশের উপস্থিতি ছিল অনেকটা ঢিলেঢালা, যেটি সাধারণ জনজীবনে স্বাভাবিকভাবেই প্রতিফলিত হয়েছে।
বিজ্ঞাপন
আওয়ামী লীগ প্রতিক্রিয়া জানিয়ে শাটডাউন কর্মসূচি ঘোষণা করলেও কোথাও নেতাকর্মীদের রাস্তায় উপস্থিত থাকার খবর পাওয়া যায়নি। সাধারণ মানুষও স্বাভাবিক দিনের মতো তাদের কাজকর্মে ব্যস্ত ছিলেন।
শাহাদাত নামের এক যাত্রী নিউ মার্কেটে যেতে গিয়ে বলেন, আজকের শাটডাউন সম্পর্কে আমি কিছুই জানি না। রাস্তাঘাটও পুরোপুরি খোলা, যানজট নেই।
আব্দুল্লাহ নামের আরেক যাত্রী বলেন, এ ধরনের কর্মসূচি আর কোনো প্রভাব ফেলবে না। ফাঁসির আদেশ তো ইতিমধ্যেই কার্যকর হয়েছে। কেউ সড়কে নেই, স্বাভাবিকভাবেই চলাফেরা করছি।
বিজ্ঞাপন
আঞ্চলিক পরিবহনের কয়েকজন চালকও জানিয়েছেন, আওয়ামী লীগের কর্মসূচি তাদের চলাচলে কোনো সমস্যা সৃষ্টি করেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, সড়কে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সক্রিয় রয়েছে জেলা, থানা ও হাইওয়ে পুলিশ।
বিজ্ঞাপন
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, থানা এলাকায় সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন আরও বলেন, জেলায় কোনো ঘটনা ঘটেনি। আমাদের চেকপোস্ট ও অন্যান্য পুলিশ কার্যক্রম আগের মতোই চলছে।








