Logo

‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা ইবতেদায়ী শিক্ষকদের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৫, ১৪:৩১
22Shares
‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা ইবতেদায়ী শিক্ষকদের
ছবি: সংগৃহীত

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক নেতারা জানিয়েছেন, তাদের ছয় দফা দাবি আগামী ২২ নভেম্বর বিকেলের মধ্যে পূরণ না হলে ২৩ নভেম্বর ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি অনুষ্ঠিত হবে। দাবিগুলোর মধ্যে অন্যতম হলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ দ্রুত কার্যকর করা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর প্রেসক্লাবে গণমাধ্যমের সামনে এই তথ্য জানান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোটের সদস্য সচিব মোহাম্মদ আলা আমিন।

তিনি বলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সরকারি জাতীয়করণের মাধ্যমে চূড়ান্ত স্বীকৃতি পেতে হবে। এটি দ্রুত বাস্তবায়নের দাবি আমরা করছি।

বিজ্ঞাপন

মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের অন্যান্য নেতৃবৃন্দও এই দাবির সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করেন। ইতিমধ্যে ঐক্যজোটের সদস্যরা প্রেসক্লাবের সামনে টানা ৩৭ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।

প্রেস ব্রিফিংয়ে শিক্ষক নেতারা ফ্যাসিস্ট শাসনের সময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও শিক্ষকদের সঙ্গে করা নানা অবিচার, মিথ্যা প্রতিশ্রুতি এবং দুর্নীতির ঘটনাগুলোও তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের সঙ্গে অন্যায় ও অবহেলার পরিস্থিতি চলছেই।

বিজ্ঞাপন

এবারের ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি সরকারের প্রতি একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে, যাতে তাদের দীর্ঘদিনের বৈধ দাবি বাস্তবায়িত হয়। শিক্ষক নেতারা আশা প্রকাশ করেছেন, শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষার মান উন্নয়নের স্বার্থে সরকার তাদের দাবির প্রতি সদয় মনোভাব দেখাবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD