স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা : অর্থ উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে স্পর্শকাতর এলাকায় দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা দেওয়া হবে। তবে আগের পরিকল্পনায় যেখানে ৪০ হাজার ক্যামেরা কেনার কথা বলা হয়েছিল, তা এখন কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ড. সালাহউদ্দিন বলেন, বডি ক্যামেরা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। শুধুমাত্র স্পর্শকাতর বা গুরুত্বপূর্ণ এলাকায় ক্যামেরা বসানোর প্রস্তাব এসেছে। সব জায়গায় নয়, যেখানে মনিটরিং করা সহজ হবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে, সেখানে ক্যামেরা থাকবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই এসব স্পর্শকাতর এলাকার জন্য ক্যামেরার প্রস্তাব দিয়েছে। প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন হবে এবং প্রকিউরমেন্টের প্রস্তাব শিগগিরই আসার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে চলতি ১০ মাসে ১৯৮ খুন : ডিএমপি
উল্লেখ্য, সংখ্যা কমানো হলেও কতটি ক্যামেরা কেনা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। পরের সপ্তাহে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন তিনি।








