রাজধানীতে চলতি ১০ মাসে ১৯৮ খুন : ডিএমপি

রাজধানীতে চলতি বছরের প্রথম ১০ মাসে মোট ১৯৮টি হত্যাকাণ্ড রেকর্ড হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য দেন।
ডিসি তালেবুর রহমান জানান, প্রতি মাসে গড়ে প্রায় ২০টি করে হত্যার ঘটনা ঘটলেও অধিকাংশ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ সফল হয়েছে। বিভিন্ন কেসে জড়িত সন্দেহভাজনদেরও শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা নিয়ে প্রশ্ন করলে ডিসি বলেন, ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। “হত্যাকাণ্ডে জড়িত বাকি দুজনকে গ্রেপ্তার করা গেলে ঘটনার মূল কারণ ও পরিকল্পনাকারীদের পরিচয় পরিষ্কার হবে,”—বলেন তিনি।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবীর পুরোনো থানার পাশে সি ব্লকে একটি হার্ডওয়্যার দোকানে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় গোলাম কিবরিয়াকে।
বিজ্ঞাপন
ঘটনার পর পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাস্ক ও হেলমেট পরা তিন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করেই টার্গেট নিশ্চিত করে গুলি চালায়। কিবরিয়া চেয়ার ধরে আড়াল নেওয়ার চেষ্টা করলেও মাত্র ১০ সেকেন্ডের মধ্যে পালিয়ে যায় হামলাকারীরা। দোকানে অন্য লোকজন উপস্থিত থাকলেও অস্ত্রধারীদের বাধা দেওয়ার সুযোগ পাননি কেউ।
ডিএমপি বলছে, হত্যাকাণ্ডের ধরণ ও দ্রুততা দেখে এটি পরিকল্পিত টার্গেট কিলিং বলেই মনে হচ্ছে। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণসহ প্রযুক্তিগত তদন্ত জোরদার করা হয়েছে।








