ওয়াজ-মাহফিল নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্যের খবর ভুয়া: প্রেস উইং

ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে জেলা প্রশাসকদের পরামর্শ দিয়েছেন—এমন দাবি তুলে কিছু গণমাধ্যম যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রেস উইংয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়।
প্রেস উইংয়ের বক্তব্য অনুযায়ী, কয়েকটি সংবাদমাধ্যম প্রকাশ করেছে যে সোমবার (১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রশাসকরা ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু বাস্তবে বৈঠকে উপস্থিত দুইজন জেলা প্রশাসক ও একজন বিভাগীয় কমিশনারের বক্তব্যে এ ধরনের কোনো আলোচনা ছিল না।
বিজ্ঞাপন
এছাড়া জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধান উপদেষ্টার দিকনির্দেশনামূলক বক্তব্যেও ওয়াজ-মাহফিল বা রাজনৈতিক বক্তব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনো মন্তব্য ছিল না বলে প্রেস উইং নিশ্চিত করেছে। প্রধান উপদেষ্টার সম্পূর্ণ বক্তব্য ইতোমধ্যেই অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজে প্রকাশ করা হয়েছে।
প্রেস উইং স্পষ্ট জানায়, গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হয়েছে, সেগুলো সত্যের ওপর ভিত্তি করে নয়।
বিজ্ঞাপন









