Logo

৫৩ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৫, ১৯:০৫
29Shares
৫৩ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত তালিকায় বিভিন্ন অভিযোগ, অসঙ্গতি ও তথ্যবিভ্রাটের কারণে রংপুর বিভাগের ৫৩ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) উপ-সচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ক্ষমতাবলে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানসংক্রান্ত গেজেট থেকে তালিকাভুক্ত ৫৩ জনের নাম বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

আদেশটি জারি হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এর আগে মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছিলেন, জুলাই যোদ্ধাদের পুরোনো তালিকাগুলো পুনঃযাচাই করা হচ্ছে। বিভিন্ন অঞ্চল ও গণমাধ্যম থেকে অভিযোগ এসেছে—তালিকাভুক্ত অনেক ব্যক্তি প্রকৃতপক্ষে আন্দোলনে অংশ নেননি বা আহতও হননি। এসব কারণেই সরকার পুনর্বিবেচনায় যেতে বাধ্য হয়েছে।

এরও আগে, গত ৩ আগস্ট শহীদ তালিকা থেকে আটজনের নাম বাদ দেয় মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বর্তমানে সরকারি হিসাব অনুযায়ী শহীদের সংখ্যা ৮৩৬ জন। জুলাই যোদ্ধাদের তালিকায় ‘অতি গুরুতর আহত’, ‘গুরুতর আহত’ ও ‘আহত’—এই তিন শ্রেণিতে মোট অন্তর্ভুক্ত আছেন ১৩ হাজার ৮০০ জন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

৫৩ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়