হাসিনার রায় ঘিরে দেশে অস্থিতিশীলতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হলেও দেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তার দাবি—দেশের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং সবকিছু স্বাভাবিকভাবে চলছে।
বিজ্ঞাপন
বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রায়কে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিরতা ও বিজয় দিবস উদযাপনে কোনো শঙ্কা আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, রায় ঘোষণার পর কোনো অস্থিরতা দেখা যায়নি। বিজয় দিবসের কর্মসূচি নিয়েও কোনো উদ্বেগ নেই। অন্যান্য বছরের মতোই সব আয়োজন স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে। গতবার প্যারেড হয়নি, এবার প্যারেড অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
সাংবাদিকদের একজন গতরাতে ডিবি পরিচয়ে এক সাংবাদিককে তুলে নেওয়া ও পরে ফিরিয়ে দেওয়ার অভিযোগ তুলে ধরলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে তিনি আগে কিছু জানতেন না। তিনি বলেন, এই খবরটি প্রথম শুনলাম। অনুসন্ধান করে বিষয়টি জানতে পারবো।
এ ধরনের ঘটনা অপরাধ কিনা জানতে চাইলে তিনি সংক্ষেপে বলেন, এটা আমি দেখব।








