নির্বাচনে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং আনন্দময় পরিবেশে সম্পন্ন করতে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিজ্ঞাপন
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটোরিয়ামে আয়োজিত কোর্স-২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, দেশবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই নির্বাচনকে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং আনন্দমুখর উৎসব হিসেবে পালন করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে প্রয়োজন। সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় এবং তাদের সঠিক ভূমিকা নিশ্চিত হলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
বিজ্ঞাপন
তিনি আরও স্মরণ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সেনাবাহিনী যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, তা দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং সেই জন্য তিনি তাদের ভূয়সী প্রশংসা করেন।
এই কোর্সে অংশগ্রহণ করেন বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক ও পাকিস্তানসহ বিশ্বের ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক অফিসার। কোর্স সম্পন্নকারী অফিসাররা তাদের অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সক্ষমতা অর্জন করবেন বলে আশা প্রকাশ করেন।
এক বাংলাদেশি অফিসার বলেন, ডিএসসিএসসি-তে আমরা নেতৃত্ব, কৌশল এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে যা শিখেছি, তা দেশের এবং আন্তর্জাতিক কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রস্তুত রাখবে। বিশেষ করে জাতীয় সংকট ও নির্বাচন প্রক্রিয়ায় আমরা এই জ্ঞান প্রয়োগ করতে সক্ষম হব।
বিজ্ঞাপন
চীনের এক অফিসার মন্তব্য করেন, বাংলাদেশের এই প্রশিক্ষণ প্রতিষ্ঠান আন্তর্জাতিক মান বজায় রেখে চলছে। ২৩টি দেশের সহকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় আমাদের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করেছে। আশা করি এই জ্ঞান আমাদের নিজ নিজ দেশকে নিরাপত্তা দিতে কাজে লাগবে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত বাংলাদেশি ও বিদেশি সব তরুণ অফিসারদের মধ্যে সনদ বিতরণ করেন। এছাড়াও তিনি তরুণ অফিসারদের দেশ রক্ষায় এবং জাতীয় গুরুত্বপূর্ণ কাজে, বিশেষ করে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য সর্বোচ্চ প্রস্তুতি রাখার আহ্বান জানান।








