Logo

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে সমর্থন করে না বাংলাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৫, ১৪:৪৮
44Shares
অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে সমর্থন করে না বাংলাদেশ
নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান । ছবি: সংগৃহীত

ভারতে সফররত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে সমর্থন করে না। একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঢাকা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে বলে তিনি উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত সপ্তম জাতীয় উপদেষ্টা সম্মেলন ‘কলম্বো নিরাপত্তা কনক্লেভ’-এ তিনি এই মন্তব্য করেছেন।

খলিলুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয় সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূল‍্যবোধকে সমর্থন করে।

বিজ্ঞাপন

উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ উন্মুক্ত, শান্তিপূর্ণ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগরের নীতি ও মূল্যবোধকে সমর্থন করে। আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি শান্তিপূর্ণভাবে করার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের নীতিগুলোকে অনুসরণের গুরুত্বেও গুরুত্বারোপ করেন তিনি।

খলিলুর রহমান বক্তৃতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, মানবিক পদক্ষেপ, এবং মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, সম্প্রতি বাংলাদেশ ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্য (মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন)-এর হুমকির মুখে পড়েছে। বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ যে, দেশটির সাইবারস্পেস, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি সুরক্ষিত থাকবে। এর মাধ্যমে শুধু নাগরিকদের নিরাপত্তা, গোপনীয়তা ও কল্যাণ নিশ্চিত হবে না, বরং বাংলাদেশের কর্মকাণ্ড আঞ্চলিক বা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য হুমকিস্বরূপ হবে না তা নিশ্চিত করা যাবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD