Logo

একদিনে দু'বার কাঁপল ঢাকা: সকালে নরসিংদী, সন্ধ্যায় উৎপত্তিস্থল বাড্ডা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৫, ১৯:০৫
24Shares
একদিনে দু'বার কাঁপল ঢাকা: সকালে নরসিংদী, সন্ধ্যায় উৎপত্তিস্থল বাড্ডা
ছবি: সংগৃহীত

দেশে দুই দিনের মধ্যে তৃতীয়বারের মতো ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানীর বাড্ডা এলাকা থেকে উৎপত্তি হয়ে ঢাকাসহ আশপাশের এলাকায় কম্পন রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প সংক্রান্ত এক বার্তায় জানায়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৩ এবং এর গভীরতা মাটি থেকে প্রায় ১০ কিলোমিটার।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানিয়েছেন, রাজধানী ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞ হুমায়ুন আখতার মনে করছেন, এই কম্পন সম্ভবত পূর্ববর্তী ভূমিকম্পের ‘আফটার শক’ হিসেবে দেখা দিতে পারে।

এর আগে সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ঢাকা ও আশপাশের এলাকায় আরেকটি ভূকম্পন রেকর্ড করা হয়েছিল। রিখটার স্কেলে এটি ছিল ৩.৩ মাত্রার এবং প্রাথমিকভাবে সাভারের বাইপাইলকে উৎপত্তিস্থল হিসেবে ধরা হয়েছিল।

পরে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র জানায়, উৎপত্তিস্থল আসলে নরসিংদীর পলাশ এলাকায়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শুক্রবার (২১ নভেম্বর) রাতের ভয়াবহ ভূমিকম্পে নরসিংদীর মাধবদীতে দেশ ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর আঘাত ঘটে। ওই ঘটনায় ১০ জন নিহত হয়েছেন এবং সারাদেশে শতাধিক মানুষ আহত হয়েছেন।

ঢাকা ও আশপাশের এলাকায় কম্পনজনিত আতঙ্কের মধ্যে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ভূমিকম্পের প্রাথমিক কম্পন ও আফটার শকের কারণে নতুন ক্ষতি হতে পারে। তাই নাগরিকদের বাড়ি ও বহুতল ভবনসমূহে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

রাজধানীতে নিয়মিত ও কাঠামোবদ্ধ জরিপ, ভবনের দৃঢ়তা মূল্যায়ন এবং জরুরি পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতে বড় ধরনের মানবিক ও সম্পত্তির ক্ষতি এড়ানোর প্রয়োজনীয়তা গুরুত্ব দিয়ে বলছেন বিশেষজ্ঞরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD