Logo

ভিন্নমতাবলম্বীদের ওপর সবধরনের জুলুম বন্ধ হোক: তথ্য উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৫, ২০:৫২
17Shares
ভিন্নমতাবলম্বীদের ওপর সবধরনের জুলুম বন্ধ হোক: তথ্য উপদেষ্টা
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম | ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম ভিন্নমতাবলম্বী, তাসাওফপন্থী ও বাউল সম্প্রদায়ের প্রতি সব ধরনের জুলুম বন্ধের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (২৩ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এ বার্তা দেন।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পোস্টে লিখেছেন, মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হয়ে উঠছে। পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার। জুলুমকে ইনসাফ দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে, যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করছে, তারা ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন। সমাজ ও রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে।

বিজ্ঞাপন

এই মন্তব্যের প্রেক্ষাপট হলো, সম্প্রতি মানিকগঞ্জের ঘিওরে একটি পালাগানের অনুষ্ঠানে ইসলামকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল সমিতির সভাপতি আবুল সরকারকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এ ঘটনায় আলেম সমাজ ও বাউল সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির দাবিতে আলেমরা বিক্ষোভ করেন, অন্যদিকে মুক্তির দাবিতে মানববন্ধন আয়োজন করে বাউলরা। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি চলাকালে হামলায় অন্তত ৫ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাউলদের কর্মসূচি পণ্ড হয়।

বিজ্ঞাপন

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের আহ্বান সামাজিক ও ধর্মীয় সহমর্মিতা বজায় রাখার পাশাপাশি বৈচিত্রপূর্ণ মতামত ও সংস্কৃতিকে সম্মান প্রদানের দিকে গুরুত্বারোপ করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD