বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টিং কার্যক্রম শুরুর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৪ নভেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ বিকেল ৪টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধনের সব কার্যক্রম বন্ধ থাকবে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট সব কাজ ইতোমধ্যে জোরদার করেছে ইসি।








