Logo

দীর্ঘ ছুটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান, খুলবে নতুন বছরের শুরুতে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২৫, ২০:৪৬
52Shares
দীর্ঘ ছুটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান, খুলবে নতুন বছরের শুরুতে
ছবি: সংগৃহীত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বছরের শেষ প্রান্তে এসে ডিসেম্বর মাসে দীর্ঘ ছুটিতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, কোথাও ১৫ দিন আবার কোথাও ১৬ দিন পর্যন্ত এই ছুটি রাখা হয়েছে।

বিজ্ঞাপন

তবে সব প্রতিষ্ঠানেই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে দিবসটি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ, বিজয় দিবস এবং যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে ছুটি শুরু হবে আগামী ১১ ডিসেম্বর থেকে, চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচিতে অংশ নিতে হবে। এ ছাড়া, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ১৪ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত থাকবে বছরের শেষ ছুটি। পরে ২৮ ডিসেম্বর শুরু হবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা, যা চলবে বছরের শেষদিন ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিজয় দিবসে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরও প্রতিষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠান পালনের নির্দেশনা রয়েছে।

সরকারি ও বেসরকারি কলেজে ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৪ দিনের শীতকালীন ছুটি থাকবে। এর আগের দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় কলেজগুলো কার্যত ১৬ দিনের জন্য বন্ধ থাকবে। কলেজের শিক্ষার্থীরাও ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠানে উপস্থিত থেকে বিজয় দিবস পালন করবেন।

বিজ্ঞাপন

কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানেও একই সময়ে ছুটি কার্যকর হবে। দেশের সরকারি-বেসরকারি (স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) সব মাদরাসায় ১৪ ডিসেম্বর থেকে ছুটি শুরু হবে।

এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় তারাও অতিরিক্ত দুই দিনের অবকাশ পাবেন। মাদরাসা খুলবে ২৮ ডিসেম্বর। পাশাপাশি মাদরাসায় দুই স্তরে বৃত্তি পরীক্ষার সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD