Logo

১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি, আসছে তফসিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ডিসেম্বর, ২০২৫, ১৪:৪৭
8Shares
১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি, আসছে তফসিল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল চূড়ান্ত করার জন্য ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে ৭ ডিসেম্বর তফসিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক এক কমিশনার বলেন, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হবে। এর কিছু দিনের মধ্যে নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা করা হতে পারে।

এর আগে কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, কমিশনের সভায় তফসিলের সময়সূচি নির্ধারণের পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তা চূড়ান্ত করা হবে।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেছেন, ৭ ডিসেম্বর বৈঠকের পরেই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল ঘোষণার সম্ভাব্য দিন হতে পারে ৮, ৯, ১০ অথবা ১১ ডিসেম্বর। ভোটগ্রহণের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে, অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে একদিন।

বিজ্ঞাপন

নির্বাচনের তফসিল ঘোষণার পরই ভোটপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং ভোটারদের প্রস্তুতি নিশ্চিত করার জন্য সময়সূচি অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD