ভোরে আবারও কেঁপে উঠল ঢাকা

রাজধানী ঢাকায় ভোর বেলায় হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৪.১। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে স্বল্প সময়ের জন্য এই ভূকম্পন ছড়িয়ে পড়ে রাজধানীজুড়ে। আকস্মিক কম্পনে কিছু এলাকায় মানুষ ঘর থেকে বের হলেও পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে যায়।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে এবং নরসিংদীর উত্তরদিকে মাত্র ৩ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ধরা হয়েছে ৩০ কিলোমিটার।
বিজ্ঞাপন
এর আগেও চলতি সপ্তাহে ভূকম্পনের অনুভূতি পাওয়া গেছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়া অঞ্চলে কম্পন টের পান স্থানীয় বাসিন্দারা।
ভূকম্পন বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হালকা ভূকম্পন বাড়তে দেখা যাচ্ছে, যা সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।








