পোস্টাল ব্যালটে নৌকা প্রতীক নিয়ে বিতর্ক, যা বলছে ইসি

প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রদানের সুবিধার্থে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতকৃত পোস্টাল ব্যালটে নৌকা প্রতীক রাখার বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ, আওয়ামী লীগের নিবন্ধন আপাতত স্থগিত থাকায় তাদের প্রতীক ইসির প্রতীক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তবে ইসি স্পষ্ট করে বলেছে, পোস্টাল ব্যালটে নৌকা প্রতীক প্রদর্শিত হওয়া শুধুমাত্র নমুনা ব্যালটের জন্য। মূল বা কার্যকরী ব্যালটে নৌকা প্রতীক থাকবে না। এই ব্যাখ্যা দিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পোস্টাল ব্যালটে নৌকা প্রতীক রাখার বিষয়ে যোগাযোগ করা হলে সচিব এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, পোস্টাল ব্যালটে যে নৌকা প্রতীক দেখানো হয়েছে, তা কেবল নমুনা। কার্যকরী ব্যালটে নৌকা প্রতীক থাকবে না। এছাড়া, আরও কিছু প্রতীকও মূল ব্যালটে থাকবে না।








