Logo

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল ১ লাখ ৯৪ হাজার, বাড়ল সময়সীমা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৭
14Shares
প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল ১ লাখ ৯৪ হাজার, বাড়ল সময়সীমা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ২৮১ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, মোট নিবন্ধিত প্রবাসী ভোটারের মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৩১৪ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৬৭ জন নারী রয়েছেন। দেশে প্রবাসী ভোটারদের ঠিকানা সঠিকভাবে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) বিশেষভাবে সতর্ক করেছে।

বিজ্ঞাপন

ইসি থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় প্রবাসী ভোটাররা অবশ্যই অবস্থানরত দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিক ঠিকানা প্রদান করবেন। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানা ব্যবহার করতে হবে। ভুল ঠিকানা প্রদান করলে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করে তা সংশোধন করতে হবে। সঠিক ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পেপার ভোটারদের কাছে পাঠানো সম্ভব হবে না।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমদ খান জানান, দেশের বাইরে দেশবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে ৩৮,২৪৭ এবং যুক্তরাষ্ট্র থেকে ১৯,২৭৫ জন ভোটার ইতিমধ্যেই নিবন্ধিত হয়েছেন।

নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে প্রবাসীরা এই অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে পারবে।

বিজ্ঞাপন

এছাড়া, সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু করা হবে।

আইসিপিভি নিবন্ধন তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যে সম্পন্ন হবে। প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট গ্রহণের জন্য অবশ্যই অবস্থানরত দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

বিজ্ঞাপন

এর আগে ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রবাসীরা তাদের দেশের বাইরে থেকেও ভোট দিতে পারবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD