Logo

বিজয় দিবসে ৬৪ জেলায় বাজবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর, ২০২৫, ১৫:৫১
35Shares
বিজয় দিবসে ৬৪ জেলায় বাজবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
ছবি: সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেশের ৬৪ জেলায় একযোগে পরিবেশিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় আরও বলা হয়েছে, এ প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় একাত্তরের কালজয়ী সব গান উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধের বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য মুহূর্ত হিসেবে স্বীকৃত। ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে অর্জিত হয় স্বাধীনতা, যা বাঙালিরা দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠা করে। এই দিনে বাঙালি জাতি আত্মপরিচয় লাভ করে এবং নিজের ভূখণ্ডে উত্তোলন করে লাল সূর্য খচিত জাতীয় পতাকা।

প্রতিবছরই বিজয় দিবস নানা অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এবারও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান দেশের প্রত্যেক জেলায় বাঙালির হৃদয়ে জাতির গৌরব স্মরণ করাবে।

বিজ্ঞাপন

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ৬৪ জেলায় একযোগে গানের পরিবেশনা দেশের যুব সমাজ ও জনগণকে একত্রিত করার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতীয়তাবাদের মূল্যবোধের প্রতি গুরুত্বারোপ করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD