Logo

চলতি সপ্তাহেই আসছে নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর, ২০২৫, ১৫:০৫
45Shares
চলতি সপ্তাহেই আসছে নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কমিশন সভার পর তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, তফসিল ঘোষণার আগে রীতি অনুযায়ী পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের কাছে আমরা চিঠি পাঠাব।

বিজ্ঞাপন

ইসি সানাউল্লাহ আরও জানান, নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তালিকায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সরকারি ব্যাংকের কর্মকর্তারা থাকবেন। বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের আপাতত রিজার্ভে রাখা হবে।

তিনি আশা প্রকাশ করেন, আগের নির্বাচনগুলোর মতো এবারের নির্বাচনে প্রতিটি কেন্দ্রে নির্বাচন সামগ্রী, ব্যালট পেপারসহ সব উপকরণ আগের রাতেই পৌঁছে যাবে, যাতে ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

বিজ্ঞাপন

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। এছাড়া সভায় অন্য চারজন নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

এই ঘোষণার মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে এখনই উত্তেজনা বিরাজ করছে, কারণ তফসিল প্রকাশের সঙ্গে সঙ্গে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হয়ে যাবে এবং রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি ত্বরান্বিত করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD