Logo

‘তফসিলের পর রাজনৈতিক দল আইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর, ২০২৫, ১৭:৩৪
6Shares
‘তফসিলের পর রাজনৈতিক দল আইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে’
ফাইল ছবি।

তফসিল ঘোষণার পর কোনো রাজনৈতিক দল আইন না মানলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ সতর্কবার্তা দেন।

ইসি সচিব বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে, আমরা সেগুলো নিশ্চিত করব। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও থাকা দরকার। আমি আশাবাদী তারা আমাদের সহায়তা করবে।

বিজ্ঞাপন

পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এদের নিবন্ধনের জন্য একটি অ্যাপ তৈরি করা হয়েছে, যা গুগল ব্যবহারকারীরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। অ্যাপলের জন্য সুবিধা পরে যুক্ত হবে। তফসিল ঘোষণার পরই নিবন্ধন শুরু হবে। পোলিং অফিসারদের ১৬–১৭ ডিসেম্বর এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ২১–২৫ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে।

দেশে পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, যারা সরকারি চাকরিজীবী, নির্বাচনে দায়িত্বে থাকবেন এবং আইনি হেফাজতে থাকবেন, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এদের নিবন্ধনের জন্য তৈরি অ্যাপ গুগল যারা ব্যবহার করেন প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। আর অ্যাপলে পরে করা যাবে। তফসিল ঘোষণার পর থেকে নিবন্ধন করা যাবে। পোলিং অফিসারদের নিবন্ধন ১৬-১৭ ডিসেম্বর থেকে শুরু হবে। আইনি হেফাজতে যারা রয়েছেন তারা নিবন্ধন করতে পারবেন ২১-২৫ ডিসেম্বরের মধ্যে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের সবগুলোতেই তফসিল ঘোষণা করা হবে বলে জানান আখতার আহমেদ। গাজীপুর ও বাগেরহাটের সীমানা নিয়ে আদালতের নির্দেশনায় প্রয়োজনীয় সংশোধনও চলছে।

বিজ্ঞাপন

এদিকে, আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে প্রচারিত হবে তফসিলের ঘোষণা৷ তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন।

তফসিলে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন, জমা, প্রত্যাহারের তারিখ জানা যাবে।

বিজ্ঞাপন

 

এ ছাড়া প্রার্থীদের আচরণবিধি, ভোটারের উদ্দেশ্যে দিক নির্দেশনাসহ নানা বিষয় উঠে আসবে তফসিলে।

 

বিজ্ঞাপন

এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD