হাদিকে হত্যাচেষ্টাকারীরা দ্রুতই গ্রেপ্তার হবে, আশা ডিএমপি কমিশনারের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের খুব শিগগিরই গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশাবাদ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বিজ্ঞাপন
শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, হামলার সঙ্গে জড়িত মূল সন্দেহভাজনকে শনাক্ত ও আটক করতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। তার ভাষায়, ঘটনার পর এখনো ২৪ ঘণ্টা পূর্ণ হয়নি, তবে তদন্ত কার্যক্রম জোরদার রয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রধান সন্দেহভাজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে এবং খুব দ্রুতই আইনশৃঙ্খলা বাহিনী সাফল্য অর্জন করতে পারবে বলে তিনি আশাবাদী। এ কাজে তিনি সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন।
হাদির ওপর হামলার পর সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে—এ বিষয়ে প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, প্রার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় পানির ট্যাংকির সামনে প্রকাশ্যে শরীফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার পর থেকেই বিষয়টি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জোরালো হচ্ছে।








