বাংলাদেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশকে আরও স্বনির্ভর করতে অপ্রয়োজনীয় বিদেশি ঋণ থেকে সরে এসে দেশীয় অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এ ধরনের উদ্যোগ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও স্বনির্ভরতা নিশ্চিত করা সম্ভব হবে।
বিজ্ঞাপন
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে সংশোধিত বাজেট পর্যালোচনার সময় অধ্যাপক ইউনূস এই মন্তব্য করেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা নিজেই।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শিক্ষা খাতের মান উন্নয়নে প্রধান উপদেষ্টা বিশেষ গুরুত্ব দিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, অতীতে শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণে বেশি জোর দেওয়া হলেও শিক্ষার মানের দ্রুত অবনতি ঘটেছে, বিশেষ করে আগের কর্তৃত্ববাদী সময়ে। বর্তমানে শিক্ষার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বারোপ করে অধ্যাপক ইউনূস বলেন, চলতি বছরে কৃষকেরা রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করেছেন এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য বাজেটে আরও বেশি সুবিধা নিশ্চিত করা জরুরি।
বিজ্ঞাপন
যুবসমাজকে দেশের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাজেট প্রণয়নে তরুণদের চাহিদা ও উন্নয়নমূলক প্রয়োজনের প্রতিফলন থাকা উচিত। এছাড়া নারী ক্ষমতায়ন খাতেও বাজেট বরাদ্দ বাড়ানো প্রয়োজনীয় বলে মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টা শিল্প ও স্থানীয় উৎপাদন বৃদ্ধি করে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার ওপরও জোর দেন। পাশাপাশি স্বাস্থ্য খাতের বাজেট সম্প্রসারণের প্রয়োজনীয়তাও তিনি উল্লেখ করেন।








