Logo

নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমে মুখ্য সমন্বয়ক আলী রীয়াজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর, ২০২৫, ১৭:৪০
6Shares
নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমে মুখ্য সমন্বয়ক আলী রীয়াজ
অধ্যাপক আলী রীয়াজ | ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে জনসচেতনতা বাড়াতে পরিচালিত প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক আলী রীয়াজকে। তিনি বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে উপদেষ্টা পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন ও গণভোট সংক্রান্ত প্রচার কার্যক্রম সমন্বয় ও তদারকিতে তিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের লক্ষ্যে সরকার ছয়টি পৃথক সংস্কার কমিশন গঠন করে। এসব কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর অধ্যাপক আলী রীয়াজ।

সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনের সভাপতি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং সহসভাপতির দায়িত্বে ছিলেন অধ্যাপক আলী রীয়াজ।

বিজ্ঞাপন

পরবর্তীতে গত ১৩ নভেম্বর অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ এই দায়িত্বের মাধ্যমে নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরকারের জনসচেতনতামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD