Logo

এভারকেয়ার হাসপাতাল ও আশপাশে ড্রোন উড়ানো নিষিদ্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর, ২০২৫, ১৫:৫৭
6Shares
এভারকেয়ার হাসপাতাল ও আশপাশে ড্রোন উড়ানো নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও তার সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের ড্রোন উড়ানো থেকে রোধ করতে নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে এই তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং নিরাপত্তা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এভারকেয়ার হাসপাতাল এবং তার আশপাশে ড্রোন উড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, অনুমোদনবিহীন ড্রোন উড়ানোর ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ নাগরিক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয়েছে যাতে এই নির্দেশনা যথাযথভাবে পালন করা হয়।

উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, নিরাপত্তা এবং জনশৃঙ্খলা বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। তাই হাসপাতাল এলাকা এবং আশপাশে ড্রোন উড়ানো থেকে সবাই বিরত থাকবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD