আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আ. লীগ: প্রেস সচিব

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সরকার ও নির্বাচন কমিশনের অবস্থান এ বিষয়ে পরিষ্কার এবং এ নিয়ে কোনো দ্বিধা নেই।
বিজ্ঞাপন
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব এ কথা বলেন।
তিনি বলেন, যেহেতু আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে বাদ দিয়েছে, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার কাছে পাঁচজন মার্কিন আইনপ্রণেতার একটি চিঠি দেওয়ার বিষয়টি তিনি অবগত নন এবং ওই চিঠি তিনি দেখেননি। এ বিষয়ে তার কাছে বিস্তারিত কোনো তথ্য নেই বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ আওয়ামী লীগসহ দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশের বিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।








