শনিবার তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশ ইসির

আগামী শনিবার (২৭ ডিসেম্বর) তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞাপন
বুধবার (২৪ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে আগামী শনিবার তফসিলি ব্যাংক খোলা রাখতে, যাতে মনোনয়নপত্র দাখিলের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় বা ব্যাংক লেনদেন প্রার্থীরা বা তাদের এজেন্টরা ঠিকভাবে করতে পারেন।
বিজ্ঞাপন
এর ফলে ভোটপ্রার্থী ও তাদের প্রতিনিধিদের জন্য প্রয়োজনীয় আর্থিক লেনদেনসহ অন্যান্য প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করার ব্যবস্থা করা সম্ভব হবে। এ পদক্ষেপ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও সুবিধা নিশ্চিত করতে ইসির গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।








