বড়দিনে খ্রিস্টান নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধান উপদেষ্টার

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বিজ্ঞাপন
বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও, জাতীয় চার্চ পরিষদের সভাপতি খ্রিস্টোফার অধিকারীসহ দেশের খ্রিস্টান সম্প্রদায়ের অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মের নেতারা প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনীতি ও সার্বিক উন্নয়নে তার অবদানকে স্বীকৃতি দেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে আগামী নির্বাচনও সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করা সম্ভব হবে।
আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ বলেন, যিশু খ্রিস্টের ক্ষমা ও মানবসেবার আদর্শকে সামনে রেখে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ বাংলাদেশের সঙ্গে উদযাপন করছে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানের পরে দেশে নতুন করে গঠনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, যা জনগণের আস্থার প্রতিফলন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নেতৃবৃন্দকে বড়দিন ও আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা সমাজের প্রতিবিম্ব। আপনাদের দৃষ্টিতে আমরা বুঝতে পারি, সবকিছু ঠিক আছে কি না। সুস্থ ও স্বচ্ছ সমাজ গড়ে তোলার জন্য গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে জুলাই সনদ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে গণভোটের মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, এবারের নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে এবং গণভোটের রায় অনুযায়ী সংসদ পরবর্তীতে সংস্কার কার্যক্রম গ্রহণ করবে। এছাড়া ধর্মীয় নেতাদের জনগণকে সচেতন করার ভূমিকা নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
অনুষ্ঠানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে আড়াই কোটি টাকা অনুদান প্রদানের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানানো হয়। দেশব্যাপী ৮০০টি চার্চে তিন ধাপে এই অনুদান বিতরণ করা হবে। অনুষ্ঠানের শেষ অংশে প্রধান উপদেষ্টা ও উপস্থিত নেতৃবৃন্দ কেক কেটে বড়দিন উদযাপন করেন।








