খালেদা জিয়ার জানাজা না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এই আহ্বান জানানো হয়।
এতে গভীর শোক ও বেদনা প্রকাশ করে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভোর ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশবাসী শোকাহত ও স্তব্ধ হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক, গণতন্ত্রের পক্ষে দৃঢ় কণ্ঠস্বর এবং দেশের রাজনীতিতে সাহসী অবস্থানের এক অনন্য দৃষ্টান্ত। তার প্রয়াণে যে শোক ও বেদনার সৃষ্টি হয়েছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন।
বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বিজ্ঞাপন
সমিতির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশের দোকান ব্যবসায়ীরা যেন স্বেচ্ছায় দোকানপাট বন্ধ রাখেন—এ জন্য তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।







