Logo

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৮:১৮
10Shares
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বেগম খালেদা জিয়ার জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতে ভারতের শীর্ষ কূটনৈতিক হিসেবে জয়শঙ্কর ঢাকা সফর করবেন।

বিজ্ঞাপন

এদিকে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও বুধবার ঢাকায় পৌঁছাবেন বলে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপ সরকারের একজন মন্ত্রীরও ঢাকায় আসার কথা রয়েছে। আন্তর্জাতিক এই প্রতিনিধিদের আগমনকে ঘিরে প্রয়োজনীয় কূটনৈতিক ও নিরাপত্তা প্রস্তুতি ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা নেওয়ার পর টানা প্রায় ৪০ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বিজ্ঞাপন

তার প্রয়াণে দেশ-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের প্রতিনিধি এবং আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা ঢাকায় এসে শেষ শ্রদ্ধা জানানোর আগ্রহ প্রকাশ করেছেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD