Logo

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

profile picture
জনবাণী ডেস্ক
৩১ ডিসেম্বর, ২০২৫, ১৫:২০
4Shares
সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা
ছবি: সংগৃহীত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে। এ উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে।

বিজ্ঞাপন

৩১ ডিসেম্বর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে লাখো মানুষ অংশ নেন। একই সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে স্টেডিয়ামের গ্রিন গ্যালারির সামনের অংশে এই জানাজা হয়। বিপিএলের ব্যস্ততার মধ্যেও এতে অংশ নেন অনেক খেলোয়াড় ও সাংবাদিক।

এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেয় বিসিবি। বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত।

বিজ্ঞাপন

বিসিবি জানায়, প্রধানমন্ত্রী থাকাকালে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান ছিল। তার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন ঘটে এবং খেলাটির বিস্তার হয়, যা আজকের সাফল্যের পথ তৈরি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই শোকের সময়ে বিসিবি পুরো জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD