Logo

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে ঢাকা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২৬, ১৪:২৭
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে ঢাকা
ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাষ্ট্রদূত কাও সো মোকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। বাংলাদেশ সরকার তার কাছে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনায় শিশু আহত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাষ্ট্রদূতকে স্মরণ করানো হয়েছে যে বাংলাদেশের দিকে বিনা উস্কানিতে গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এটি বাধা সৃষ্টি করে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের আন্তঃসীমান্ত গোলাগুলি প্রতিরোধে মিয়ানমারকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। মিয়ানমার কর্তৃপক্ষ বা সেখানে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর কার্যকলাপ যেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকাকে প্রভাবিত না করে—এটি নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

মিয়ানমারের রাষ্ট্রদূত কাও সো মো বাংলাদেশ সরকারের উদ্বেগকে গুরুত্ব দিয়ে আশ্বস্ত করেছেন যে, তার সরকার এই ধরনের ঘটনা বন্ধে পদক্ষেপ নেবে। পাশাপাশি তিনি আহত শিশু ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

এ ঘটনার মাধ্যমে দুই দেশের সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রয়োজনীয়তার প্রতি আবারও গুরুত্ব আরোপ করা হলো। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সীমান্তে নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD